সাজেক হোটেল লিস্ট

সাজেক হোটেল লিস্ট | সাজেক রিসোর্ট ভাড়া কত

সাজেক হোটেল লিস্ট , সাজেক রিসোর্ট ভাড়া কত আমরা যারা সাজেক ঘুরতে যাবো তাদের প্রত্যেকের জন্য আজকের এই আর্টিকেল অনেক কাজে লাগবে । চোখের সামনে মেঘের উড়াউড়ি দেখতে কারনা ভালো লাগে বলেন ,এমন মেঘের উড়াউড়ি নিজ হাতে ছুয়ে দেখতে চাইলে চলে আসেন সাজেক ভ্যালি । সত্যিই চোখ ধাদানো দৃশ্য হলো সাজেক । বর্ষা,শরত ও হেমন্ত এই তিন মাসে ঋতুতে সবচেয়ে বেশি মেঘের লুকোচুরি দেখতে পর্যটকদের বেশি সমাগম ঘটে । সবুজে ঢাকা পাহাড়, সাদা সাদা মেঘের ভেলায় সব সময় মাতিয়ে রাখে সাজেক ভ্যালিকে । সকাল,দুপুর কিংবা রাতে সময়ে সময়ে ভিন্নরুপে সাজিয়ে রাখে সাজেক ।

সাজেকের এই নিজস্ব সাজ দেখার জন্যে লক্ষ লক্ষ পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে সাজেক । পর্যটকদের চাহিদা কথা মাথায় রেখে সাজেক ভ্যালিতে গড়ে তুলা হয়েছে বেশকিছু রিসোর্ট । সেখানে আপনি নিশ্চিন্তে পরিবার,বন্ধুদের সাথে নিয়ে থাকতে পারেন ।

সাজেক হোটেল লিস্ট

রিসোর্ট রুংরাং (Resort Rungrang) ঃ সাজেকের জনপ্রিয় রিসোর্টের মধ্যে রুংরাং রিসোর্ট একটি । রুংরাং রিসোর্টে বসলেই দেখতে পারবেন দিগন্তজোড়া সারি সারি পাহার ও মেঘের উড়াউড়ির মেলা দেখার দৃশ্য।নান্দ্যনিক ইন্টেরিওর ডিজাইনে সাজানো হয়েছে এই রিসোর্ট।এই রিসোর্টে রয়েছে ৪টি ডাবল ও ৪টি কাপল রুম।ডাবল বেড রুম ২৮০০ টাকা আর কাপল ২০০০ টাকা।কিন্তু ছুটির দিনে ডাবল বেড রুম ৩৫০০ টাকা এবং কাপল বেড রুম .২৮০০টাকা ।রুংরাং  রিসোর্ট ভ্রমণ গাইড ব্যবহারকারীদের দিছে ৫-১০% বুকিং করার সুযোগ।বুকিং করার জন্য যোগাযোগ করুন ঃ-০১৮৮৪৭১০৭২৩,০১৮৬৯৬৪৯৮১৭

সাজেক রিসোর্ট (sajek Resort) ঃ বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত রিসোর্ট সাজেক রিসোর্ট।এ আর নন এসি রুম গুলো ১০,০০০-১৫,০০০ টাকা করে বুকিং নিতে পারবেন ।কিন্তু এতে রয়েছে খাবারের ব্যবস্থা।

সেনাবাহিনীতে কর্মরত বা প্রথম শ্রেনির সরকারি কর্মকতাদের রয়েছে ডিসকাউন্ট। যোগাযোগ ঃ-০১৮৫৯০২৫৬৯৪*০১৮৪৭০৭০৩৯৫

মেঘপুঞ্জি রিসোর্ট (Meghpunji Resort) ঃ সাজেকের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষনিয় রিসোর্ট হলো মেঘপুঞ্জি রিসোর্ট।সুন্দর ইকোফ্রেন্ডলি ডেকোরেশনের ও আকর্ষনিয় ল্যান্ডস্কেপিক ভিউসহ মেঘপুঞ্জি রিসোর্টে তারাশা,পূবাশা,রোদেলা মেঘেলা ৪ টি কটেজ রয়েছে।প্রতিটিতে ৪ জন করে থাকা যায়।মেঘপুঞ্জি রিসোর্ট ৩টির ভাড়া ৪০০০ টাকা আর অন্য একটির ভাড়া৪৫০০ টাকা।মেঘপুঞ্জি রিসোর্টে ২৪ ঘন্টা পানি ও বিদ্যুৎ সুবিধা রয়েছে। মেঘপুঞ্জি রিসোর্ট জনপ্রিয় হওয়ায় এটি ভাড়া নিতে গেলে মাসখানিক আগেই বুকিং করে রাখবেন ।তা না হলে এই রিসোর্ট পাওয়া যাবে না । যোগাযোগ ঃ-০১৮১৫৭৬১০৫৬*০১৮১৪২৭৫৭৫৫

মেঘ মাচাং (Megh Machang) ঃমেঘ মাচাং রিসোর্ট সুন্দর ভিউয়ের জন্যে এটি রুইলুই পাহাড়ে অবস্থি ।উডেন ও ব্যাম্বো এই দুই ধরনে সর্বমোট ৫টি কটেজ রয়েছে।ব্যাম্বো কটেজের ভাড়া ৩৫০০ আর উডেন কটেজের ভাড়া ৪০০০ টাকা।কিন্তু ছুটির দিনে ব্যাম্বো কটেজের ভাড়া ৪০০০ টাকা আর উডেনের ভাড়া ৪৫০০ টাকা ভাড়া।মেঘ মাচাং রিসোর্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। যোগাযোগ ঃ-০১৮২২১৬৮৮৭৭

সাম্পারি রিসোর্ট (sampari resort) ঃ খোলামেলা পরিবেশ পর্যটকের মনমাতানো প্রকৃতির দৃশ্য নিয়ে সাম্পারি রিসোর্ট । তরুণ-তরুনির জনপ্রিয় রিসোর্ট হলো সাম্পারিক রিসোর্ট।সাম্পারি রিসোর্টে হানিমুন,কাপল,পরিবার ও গ্রুপ ভিত্তিক কক্ষ রয়েছে।সাম্পারি রিসোর্টের রুম ভাড়া কাপল কটেজ ৩৫০০ টাকা,কাপল রুম ২৫০০ টাকা,২ বেডের রুম ৩৫০০টাকা এবং ৩ বেডের রুম ৪০০০ টাকা।যোগাযোগ ঃ-০১৮৩৫৫৩৮০৮৩

সাজেক রিসোর্ট ভাড়া কত

ট্রিনিটি রিসোর্ট(Trinity resort) ঃ সাজেক প্রবেশ পথের ডান পাশে রুইলুই পাড়ার শিব মন্দিরের পাশেই ট্রিনিটি রিসোর্টের অবস্থান।ট্রিনিটি রিসোর্টে ৪ টি কাপল এবং ৪টি ডাবল রুম সহ মোট ৮টি কক্ষ রয়েছে।ট্রিনিটি রিসোর্টের ডাবল ও কাপল রুম ভাড়া ৪০০০ টাকা ।ছুটির দিনে ভাড়া একটূ বেশি তখন ৪৫০০ টাকা করে।যোগাযোগ ঃ-০১৮৬৯২৩২২২৪

সাজেক রিসোর্ট ভাড়া কত
সাজেক রিসোর্ট ভাড়া কত

চাঁদের বাড়ি রিসোর্টchander bari resort) ঃ মেঘের সমুদ্র দেখার জন্য রক গার্ডনের ঠিক বিপরীত পাশে পর্যটকের মন আকর্ষণ করার জন্য চাঁদের বাড়ি রিসোর্ট তৈরি করা হয়েছে। চাঁদের বাড়ি রিসোর্টের ৮ টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষ থেকে সাদা মনমাতানো পাহাড় আর প্রকৃতির সুন্দর্য্য দেখা যায়।এই রিসোর্টের রুম ভাড়া ৩০০০ টাকা ।যোগাযোগ ঃ-০১৮৬২৬৪৩৮৬০

ঝিঁ ঝিঁ পোকার বাড়িJhi Jhi pokar bari ঃ এই রিসোর্টে ৪ টি রুম রয়েছে ।প্রতি রুম ২০০০ টাকা করে ভাড়া।যোগাযোগ ঃ-০১৮৬৯১৫৭৬৬৬

রক প্যারাডাইজ রিসোর্টrock paradise resort ঃ এই রিসোর্টে ৪,৬,৮ টি রুম রয়েছে।রিসোর্টের রুম ভাড়া ২৫০০ থেকে ৫০০০ টাকা ।যোগাযোগ ঃ-০১৮৪২৩৮০২৩৪

অবকাশ ইকো রিসোর্টabakash eco cottage ঃ ৩ তলা বিশিষ্ট্য এই রিসোর্ট ।গ্রাউন্ড ফ্লোরে রুম ২৫০০ টাকা ,২য় এবং ৩য় ভাড়া ৩০০০ টাকা।প্রতিটি রুমে ৪ জন করে থাকতে পারবেন ।যোগাযোগ ঃ-০১৮৪৪১৭২৪৯২

মেঘালয় রিসোর্টmeghaloy resort ঃএই রিসোর্টে ৫ টি রুম রয়েছে ।ডাবল রুমে ৪ জন করে থাকতে পারবেন ।রিসোর্টের রুম ভাড়া ২৫০০ টাকা।যোগাযোগ ঃ-০১৬১১০৮০৯৬২

আমাদের banglatipsbd সাইটে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি আমাদের আর্টিকেলটি আপনার ভালো লেগেছে । আপনার সুন্দর একটা মতামত দিন আমাদের সাইট সম্পর্কে । আপনাদের মন চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন আর হ্যাঁ পারলে আমাদের ইউটুব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন । আবারো ধন্যবাদ জানায় আপনাকে এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *