প্রিয় মানুষের জন্য ভালবাসার সুন্দর কিছু কথা কিংবা ভালবাসার সুন্দর উক্তি , ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় , ভালবাসার আবেগ নিয়ে কিছু কথা ও ভালবাসার পিক এগুলো অনেকেই গুগলে সার্চ করে আমাদের সাইটে আসার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ।
আমাদের আজকের আর্টিকেল থাকছে আপনার মনের মতো ভালবাসার সুন্দর উক্তি যা দেখলে যে কেউ তার প্রেম পড়বে । আপনি আমাদের এই পোস্ট পড়তেছেন মানে আপনি সঠিক স্থানে এসেছেন ।
ভালোবাসা হলো একটি আকাঙ্ক্ষা জীবনের একটা স্বপ্ন । হ্রদয়ের অনুভুতি ও মনে সুপ্ত বাসনা পুরন করে ভালোবাসা । পৃথিবী রহস্যময় , রহস্যময় মানুষের জীবন তার চেয়ে বেশি রহস্যময় এই প্রকৃতি । জীবনের সব চাইতে সুন্দর অনুভূতির নাম হলো ভালোবাসা ।
প্রকৃতি মানুষের সাথে বিভিন্ন ধরনের খেলা খেলে থাকে । প্রকৃতি আনন্দ পায় এই সব খেলায় আমাদের সঙ্গি করে আবার আমরাও কারো না কারো প্রেমে হাবুডূবু খেয়ে বেড়াই । এই দুনিয়াতে যত বড় সাধু হোক না কেন তার ধ্যান ভাঙ্গতে একজন গোপীণী জথেষ্ঠ । এই গোপিনীর কাছেই সকাম প্রেম পেরিয়ে নিষ্কাম প্রেমের দিক্ষা নিয়ে হয় ।
প্রেম ভালোবাসার পিপসা সবসময় অতৃপ্তই থাকে । প্রেম ভালোবাসা সব পেয়েও জানি কিছু পেলাম না , এমন একটা অনুভুতি সব প্রেমিক প্রেমিকার মাঝে থেকে যায় । প্রেম ভালোবাসায় কখনো বয়সের পার্থক্য থাকে না ।
ভালবাসার সুন্দর কিছু কথা
জীবনে কেউ না কেউ প্রেম করছেন কেউ করেন নি এমন মানুষ খুজে পাওয়া বড় দায় এখন কার সময়ে । ভালোবাসার মাধ্যেম শ্রেষ্ঠ ও উতকৃষ্ঠ আনন্দ , পরম , মায়াবি শান্তি খুজে পাওয়া যায় । একাকিত্ব দূর করতে ভালোবাসা আমাদের অন্যের সাথে পরস্পরের সংযুক্ত ঘটাতে ভূমিকা রাখে ।
পৃথিবীর ইতিহাসে যত বীর পুরুষ নাম এসেছেন তারা সবাই ভালোবাসার মাধ্যমেই সাহসি হয়েছিলেন । কথা আছে যে ব্যক্তি ভালোবাসা জয় করতে পারে না সে ব্যক্তি বিশ্বকে কি ভাবে জয় করবে । জীবনে নতুন কিছু করার অনুপ্রেরণা পেতে ভালোবাসা জীবনের জন্য অপরিহার্য ।

ভালোবাসা আমাদের মানসিকভাবে সমৃদ্ধ করে তোলে এবং আমাদের শক্তি যোগান দেয় । মানব জীবনে ভালোবাসা হল অমূল্য সম্পদ যা ছাড়া মানুষ এমনকি পশু প্রাণীরাও বাঁচতে পারে না । আসুন আর কথা না বাড়িয়ে দেখে নেই ভালবাসা নিয়ে সুন্দর কিছু কথা যা নিচে সাজানো আছে ।
আমি তোমার মনে নয় বরং তোমার হৃদয় থাকব
মন ভুলে যেতে পারে কিন্তু হ্রদয়ে সবসময় মনে রাখবে
আমি তোমাকে ভালোবাসি প্রিয় ।
হৃদয়ের সকল আকুলতা দিয়ে তোমায় ভালোবাসি
তোমাকে সারা জীবন বুকের বা
পাশে আগলে রাখতে চাই
আই লাভ ইউ ।
যেদিন ভাবে তুমি আমার জীবনকে সম্পূর্ণ করেছ
তেমনি সারা জীবন আমাকে আগলে রেখো প্রিয়
সত্যিই আমি তোমাকে অনেক ভালোবাসি ।
ভালোবাসা যখন মানুষকে ঘিরে থাকে
তখন মানুষ ভালবাসার মুল্য বুঝতে পারে না ।
মুল্য বুঝতে পারে তখনই
যখন সে ভালবাসা হারিয়ে যায় ।
কত সুন্দর তুমি
প্রেমে পড়েছি আমি
সুন্দর তোমার মন
ভালোবেসে হারাবো দুজন
মায়াবি তোমার আখি
দিওনা আমায় ফাঁকি
সুন্দর তোমার হাসি
আমি তোমায় ভালোবাসি ।
তোমাকে ছাড়া আমার প্রতিটি নিশ্বাস যেন দম ফেটে বের হয়
আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই ।
সুখে দুখে সব সময় তোমাকে পাশে চাই ।
কারন আমি তোমায় ভালোবাসি ।
হাজার তারা চাই না আমি
একটা চাঁদ চাই ।
হাজার ফুল চাই না আমি
একটা গোলাপ চাই ,
হাজার জনম চাই না আমি
একটা জনম চাই
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই ।
তুমি আমার বেঁচে থাকার আশা
নিরাপদে পথ চলার ভরসা
হৃদয়ের বড় সুখ এবং
ভবিষ্যৎ জীবনের প্রত্যাশা ।
গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি
সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি
ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে
তোমার মাঝে হারিয়ে ফেলছি আমি নিজেকে ।
ভালোবাসা মানে শুধু নিজেই ভালো থাকা নয় ।
ভালোবাসা মানে যাকে ভালোবাসো তাকে ও ভালো রাখতে হয় ।
রুপের নেই কো তোমার তুলনা
তুমি যে অপরুপা
কিছুতেই তো যায়না ভোলা
ক্ষনিকের সেই দেখা ।
তোমাকে সারাক্ষণ যত হাজার বার
বলি ভালোবাসি ততবার
চোখের পলকও ফেলিনা ।
তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার
হাত ধরতে বলি তত বার
বুকের কম্পন ও শুনি না ।
তুমি সারাক্ষন আমার হৃদয়ে আর
মাথায় যে পরিমান ঘুর পাক খাও
তাতে তো তুমি অনায়াসে চাঁদে গিয়েও ,
ঘুরে আসতে পারতে ।
তুমি খুব বেশি দূরে নও
এ আমার মন জানে
শুধু চোখ জানে না
তুমি খুব বেশি দূরে নও
এ আমার স্পর্শ জানে
শুধু হাত জানে না ।
যদি ফ্রেব্রুয়ারি মাসে ২৮ দিনে না হয়ে
৩০ দিনে হত তাহলে বছরে আরও ২ দিন বেশি পেতাম
তোমাকে ভালোবাসার জন্য কিংবা তোমার সাথে কথা বলার জন্য ।
তোমাকে খুঁজতে খুঁজতে পার করছি বহু পথ
ঝরা পাতা মাড়িয়েছি অনেক শুধু নিশ্বাসেরা জানে তুমি
কতটা কাছে পথ জানে না ঝরা পাতাও না ।

আমার ফোনে তোমার কল আসলে
ফোন রিং টোন বেজে উঠুক বা না উঠুক
আমার হৃদয়ে ঠিকই রোমান্টিক সুরে গিটার বাজতে শরে করে ।
তোমাকে ভালোবাসা যদি আমার পাগলামি হয়ে থাকে
তবে তোমাকে না পাওয়া পর্জন্ত আমি সেই পাগলামি করে যাব
তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয়
তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয় ।
আমি নিঃশ্বাস নেওয়ার কথাও হয় তো ভুলে যেতে পারি
কিন্তু তোমার কথা ভুলে যাওয়া অসম্ভব ।
যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে
দুষ্ট এই মন চায় আর বেশি পেতে
কি জানি তোমার মধ্যে কি আছে
কেনো যে এ মন চায় তোমাকে আরও বেশি করে কাছে পেতে ।
ভালবাসার সুন্দর উক্তি
ভালোবাসার এই সুন্দর এবং মধুর সম্পর্কটিকে অমর করে রাখতে প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার সুন্দর উক্তি ব্যবহার করা খুবই প্রয়োজন । আপনি যদি এই ধরনের উক্তি খুঁজে থাকেন তাহলে আমি একদম সঠিক স্থানে চলে এসেছেন ।
কিছু মানুষ আছে যারা সারা জীবন অপেক্ষা করেও ভালোবাসা পায় না । আবার কিছু মানুষ আছে যারা খুব সহজেই ভালোবাসা পেয়ে যায় । এর প্রধান কারণ হলো সেই ব্যক্তিরা ভালোবাসার সুন্দর উক্তি ব্যবহার করে ভালোবাসা করে।

প্রেম ভালোবাসা করা কোন প্রকার অপরাধ না কিন্তু প্রেম ভালোবাসা নিয়ে খেলা করলে অপরাধ । আপনি যদি নতুন নতুন কোন প্রেম পড়েন তাহলে আপনাকে অবশ্যই প্রেম ভালোবাসার জন্য কিছু উক্তি বা বানি বলতে হবে । তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বিখ্যাত কিছু উক্তি বা বাণি ।
যে সত্যকে ভালোবেসেছে তাকে আর কাউকে ভালোবাসতে হয়নি ।
ভালোবাসা হলো দুটি হ্রদয়ের সমন্বয় যেখানে একটী ছাড়া অন্যটি অচল ।
ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় ।
ভালোবাসা বাতাসের মতো আপনি এটি দেখাতে পারবেন না কিন্তু ঠিকই সেটি অনুভব করতে পারেন ।
হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না ।
একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর প্রেমিকের চোখ যতটা সুন্দর ।
শূন্য পকেটে যে নারি পাশে থাকে , সাফল্যের পরেও সে নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে।
কোন কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া ।
তুমি তোমার আমি তো আমার নই ।
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিল যদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরের সুগন্ধ আসবে ।
বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন আর গড়ে নেবার ফাঁক থাকে না ।
ভালোবাসার কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্তা ।
সত্যিকারের প্রেম শুধু কাছেই টানে না দুরেও ঠেলে দেয় ।
যৌবনে যার প্রেম হল না তার জীবন বৃথা ।
যাকে ভালোবাসো তাকে কখনো চোখের আড়াল করো না ।
প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না ।
ভালোবাসা দিতে জানলে তোমার জীবনে ভালোবাসার অভাব থাকবে না ।
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায়
জন্ম দিন সব মানুষের জীবনের একটি বিশেষ দিন হয়ে থাকে । এই জন্মদিনে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের আনন্দ উদযাপন করে থাকে। জন্মদিনে আপনার প্রিয় মানুষকে বা আপনার ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় মেসেজ দিতে কিবা ফেসবুকে স্যাটাস দিতে উক্তি বা বাণী খুঁজে বেড়াচ্ছেন তাহলে আপনি একদম সঠিক স্থানে আছে।
জন্মদিন উপলক্ষে উক্তি ব্যক্তিকে মেসেজ বা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় মানে তাকে উইশ করার হয় সেই সব নিয়ে আজকের এই আর্টিকেলে থাকছে বিস্তারিত আলোচনা । তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় জানিয়ে কিছু ভালোবাসার সুন্দর উক্তি বা বাণী ।

আজকের রাতের আকাশে পূর্ণিমার চাঁদ হাসছে ,
তারকারাজি ঝিকিমিকি আলো দিতেছে ।
নদীর ঢেউ কলকল আওয়াজ দিচ্ছে ।
তারা আমায় ফিসফিসিয়ে বলছে দিচ্ছে
আজকে তোমার জন্মদিনের কথা ।
তোমার জন্য আমার অনুভূতি প্রকাশ করার মতো
কোন শব্দ আজ আমার কাছে নেই ।
শুভ জন্মদিন আমার ভালোবাসা নিও ।
প্রার্থনা করি এই জীবনে সব সুখ তোমার জীবনে ভরে উঠুক ।
শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল প্রিয়
আমার অনেক ভালোবাসা রইল তোমার এই বিশেষ দিনে ।
আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের সব ইচ্ছে আমি পূরন করবো ।
জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু-বান্ধব প্রিজনদের সাথে মজা করে কাটাও জন্মদিনের শুভেচ্ছা নিও প্রিয় ।
ভুল মানুষের জীবনেই হয় ।
আমিও হয় তো ভুল করেছিলাম ।
কিন্তু তুমি তো পারতে আমাকে ক্ষমা করে দিতে
আজকের এই শুভ জন্মদিনে তোমার কাছে একটাই চাওয়া ফিরে এসো হে প্রিয়তমা ।
আমি তোমাকে অনেক ভালোবাসি ।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।
দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন
চলার পথে সৌভাগ্যবান থেকো আগামি জীবনটা আনন্দময় হোক এই আশা করি ।
আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো শুভ জন্মদিন ।
তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ একজন প্রিয় ব্যক্তি যাকে আমার জন্মদিনে না দেখলে আমার জন্মদিন পালন করার কোন ইচ্ছা থাকে না । জন্মদিনের মত দিনটিতে সারা জীবন পাশে থেকো প্রিয় ।
শুভ জন্মদিন প্রিয় ভালোবাসি আজ ভবিষ্যতেও বাসবো । তোমার স্বপ্নগুলো আমার স্বপ্ন হিসেবে রেখে আজীবন পাশে থাকবে । তোমার সুস্থতা যেন আজীবন অম্লান থাকে । তোমার জন্মদিন বার বার ফিরে আসুক ।
ভালবাসার আবেগ নিয়ে কিছু কথা
আবেগ হলো মানব চেতনার সেই বিশেষ অংশটি যা অনুভূতি বা সংবেদনশীলতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত । আবেগ এমন একটি জিনিস যা সবাই বুঝে এই আবেগ হাসায় , কখনো বা কাঁদায় , রাগায় আবার কখনো অভিমান ও করায় । আবেগহীন মানুষ একটি পাথরের মতো নিষ্পাপ ।
আবেগ মানুষকে বড় বেশি যন্ত্রনা দেয় । কেননা যার আবেগ বেশি সে জীবনে বেশি কষ্ট পায় । আবেগ এমন একটা জিনিস যেটা ছাড়া মানুষ হওয়া একেবারেই অসম্ভব । অতিরিক্ত আবেগি মানুষকে যন্ত্রনা দেয় ভুল পথে পরিচালনা করে । তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ভালবাসার আবেগ নিয়ে কিছু কথা ।

আমাদের জিবনে সবচেয়ে বড় অর্জন হলো ছোট ছোট জিনিসেই খুশি হওয়া যা অন্য কারোর কাছে কিছুই না মনে হতে পারে ।
নিজের হাসি দিয়ে বিশ্ব জগতকে পরিবর্তন করতে চেষ্টা করো তবে খেয়াল রেখো চারদিকে যেন এই পৃথিবী তোমার হাসিটি পরিবর্তন করতে না পারে ।
আমি দুর্বল নই আমি বড় ক্লান্ত । মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে আমি আজ পথভ্রান্ত ।
স্বার্থপর লোকেরা কখনো তোমায় গুরুত্ব দেবে না যতক্ষন না তুমি তাদের জন্য কিছু করতেছো ।
আমি আমার আবেগের দয়াতে থাকতে চাই না । আমি এটা ব্যবহার করে উপভোগ করতে এবং এটা উপর আধিপত্য বজায় রাখতে চাই ।
আমি কখনো বুঝি নাই যে আমার হ্রদয় এতটা কষ্ট সহ্য করতে পারে যতক্ষণ না তোমায় আমি ভালোবেসেছি ।
পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসকে কখনো ছোয়া যায় না বা দেখা যায় না তা কেবল অনুভবেই পাওয়া যায় ।
হ্রদয়ে জমা হয়ে আছে আহত স্মৃতির ভিড় । তবুও তোমাকেই খুঁজেছি আমি এখন চাই তোমাকেই ।
আপনি যখন আপনার চিন্তাভাবনা এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন ।
আমার নীরবতা হলো আমার দুখের আরেকটি ভাষা ।
বন্ধু ছিল খেলার মাঠে চায়ের দোকানে লাল রকে সেই বন্ধু আজকে শুধু হোয়াট অ্যাপ আর ফেসবুকে ।
আবেগ নিয়ন্ত্রণ করুন আবেগ দ্বারা আপনি নিয়ন্ত্রিত হওয়ার আগেই স্কট ডাই ।
আপনি যদি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি নিজের অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না ।
আমি চাই যে তুমি বোঝো তুমি জানো কিন্তু আমি কখনো তোমাকে মুখ ফুটে তা বলতে পারবো না ।
পরাজিতরা সাধারণত পরাজিত হতে প্রস্তুত থাকে । লড়াই করুন সমস্যাগুলো কাটিয়ে উঠুন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন আপনি জিতবেন ইনশাআল্লাহ ।
যে তোমাকে হারিয়ে ভালো আছে তাকে কখনো ভালোবাসতে জোর করো না ।
আপনার আবেগ নিয়ন্তণ করতে শিখুন । এগুলোর মধ্যে দিয়েই চলাফেরা করুন । মনোযোগ এবং ধ্যান অনুশীলন করার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে শক্তিশালী আবেগগুলী যখন আঘাত হানে তখন আপনি তাদের প্রতিহত করার বিভিন্ন প্রকার শক্তি পাচ্ছেন ।
তুমি আমার দুখের কারণ হলেও আমি এখন একমাত্র তোমার কথাতেই আমি হাসি ।
আমাদের banglatipsbd সাইটে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি আমাদের আর্টিকেলটি আপনার ভালো লেগেছে । আপনার সুন্দর একটা মতামত দিন আমাদের সাইট সম্পর্কে । আপনাদের মন চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন আর হ্যাঁ পারলে আমাদের ইউটুব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন । আবারো ধন্যবাদ জানাই আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ।