দাঁত ব্যথা হলে করণীয়

দাঁত ব্যথা হলে করণীয় | দাতের ব্যথায় করনীয় ঔষধ ঘরোয়া

দাঁত ব্যথা হলে করণীয় , দাতের ব্যথায় করনীয় ঔষধ ঘরোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই আর্টিকেলে । পৃথিবীর প্রায় ৮০% লোক এই দাঁতের ব্যথায় আক্রন্ত হয়ে থাকে । এরি কিছু চমৎকার কিছু ঘরোয়া চিকিৎসার উপসর্গ নিয়ে কথা বলবো ।

প্রতিদিন অসংখ্য মানুষের বিভিন্ন কারণে দাঁত ব্যথা হয়ে থাকে । এই ব্যথা একটি প্রচলিত সমস্যা । দাঁত ব্যথা যখন উঠে তখন দুনিয়া উল্টে যাচ্ছে এমন মনে হয় । সব ব্যথাই সহ্য করা যায় কিন্তু দাঁতের ব্যথা সহ্য করা যায় না । দাঁতের ব্যথার কারনে জীবন একবারে অসহ্য অস্থির করে তোলে ।

দাঁতের ব্যথার কারণে ঘুমানো থেকে শুরু করে খাওয়া-দাওয়া কিংবা কথা বলাও যায় না । শীতে অতিরিক্ত ঠান্ডার কারণে শরীরে বিভিন্ন ধরণের ব্যথার সৃষ্টি হয় । শীতের সময় বিশেষ কিছু কারণে  হঠাত করে দাঁতের ব্যথা উঠে থাকে । দাঁতের ব্যথা হলে অনেক চেষ্টা করেও আপনি দাঁতের ব্যথা থেকে কোন ভাবেই মুক্তি পাচ্ছেন না ।

আর নেই কোন টেনশন এখন থেকে নিমিশেই পেয়ে যাবেন দাঁতের ব্যথা থেকে চিরতরে মুক্তির সমাধান পেয়ে যাবেন আমাদের এই আর্টিকেলে । আর নেই চিন্ত আর নেই ভাবনা আপনি এখনি খুব মনোযোগ দিয়ে এই আর্টিকেলটি পড়ুন এখনি আপনি এর ঘরোয়া উপায় পেয়ে যাবেন । আমাদের এই ঘরোয়া উপায় গুলো ব্যবহার করলে যাদুর মতো আপনার দাঁতের ব্যথা চোখের ইশারায় উদাও হয়ে যাবে ।

দাতের ব্যথায় করনীয় ঔষধ ঘরোয়া

চারদিকে রঙিন পরিবেশ ভালোই কাটছে সুখের জীবন-যাপন । হঠাৎ করেই দাঁতের ব্যথায় একেবারে কাক্তর হয়ে পড়লাম কি করবো কিছু ভেবে পাচ্ছি না কোন উপায় । দাঁতের ব্যথা যে কি কষ্টদায়ক আর যন্ত্রণার যার হইছে সেই বুঝে এর যন্ত্রণা কত । এই ব্যথার কারণে চোখের পলকে বদলে গেল সবকিছু ।

দাতের ব্যথায় করনীয় ঔষধ ঘরোয়া
লবণ-পানির মাধ্যমে ব্যথায় ঘরোয়া চিকিৎসা

আহ শুধু কি দাঁতের ব্যথায় হত তাও তো হত । এর কারণে না পারি খাইতে , না পারি ঘুমাতে ,না পারি কথা বলতে । এই ধরণের অবস্থা পরে ব্যথা কমানোর জন্য ওষুধের দোকানে গিয়ে পেন কিলার ছাড়া আর কি দিবে বলেন । এই পেন কিলার খাইলে সামান্য তম দাঁতের ব্যথা কমে ।

দুঃখের বিষয় হলো এই পেন কিলার খেয়ে মাত্র কয়েক ঘণ্টা কমে থাকে । কয়েক ঘন্টার পরেই আবার সেই আগের অবস্থা দেখা দেয় । আহা এত যন্ত্রা আর ভালো লাগে না । আমরা এখন এর দাঁতের ব্যথা হলে এর ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জানবো । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এর সমাধান সম্পর্কে জেনে আসি ।

দাঁত ব্যথা হলে করণীয়

সর্ব প্রথম আমাদের বের করতে হবে আসলে কি কারণে আমাদের দাঁত ব্যথা করছে । বিভিন্ন সময়ে দেখবেন যে আমাদের দাঁতের মাঝ খানে গর্ত হয়ে যায় যার ফলে আমাদের দাঁত ব্যথা করে । দাঁতে যদি ব্যাকটেরিয়া ইনফেকশন দেখা দেয় কিংবা ক্যালশিয়ামের অভাবে দাঁতের ব্যথা করে থাকে । তাই দাঁতে ব্যথা হওয়ার আগেই আমাদের দাঁত নিয়ে সাবধান হতে হবে ।

দাতের ব্যথায় করনীয় ঔষধ ঘরোয়া
দাতের ব্যথায় করনীয় ঔষধ ঘরোয়া

যারা এই সমস্যায় পড়েন তারাই বুঝতে পারেন না কোন পথে গেলে আমার সমস্যার সমাধান হবে । আর যেতে হবে দিল্লি কিংবা বিদেশ এখন থেকেই দাঁতের ব্যথার করনীয় ও ঘরোয়া প্রদ্ধতি কিংবা দাঁত ব্যথা হলে করণীয় কি কি এই সব নিয়ে নিচে সাজিয়ে দিলাম যা ব্যবহার করলে দাঁতের ব্যথা যাদুর মত ভালো হয়ে যাবে ।

আলু

আমরা কিংবা আপনারা যারা আলুর রতকারি খাই । আবার কেউ বা রান্না আলু সাজিয়ে রেখে দেয় সেই আলু হতে পারে আপনার দাঁতের ব্যথার একটি ঘরোয়া চিকিৎসা । আলু পাতলা করে কেটে দাতের পাশে লাগিয়ে দিলে দাঁতের ব্যথা ম্যাজিকের মতো কাজ করা শুরু করে দেয় ।

সরিষার তেলঃ

দাঁতের জ্বালায় কিছু আর ভালো লাগে না কি করতে ভালো লাগে না । আপনার ঘরে সরিষার তেল তো অবশ্যই আছে সে  তেল নিবেন সাথে একটু নুন মিশিয়ে ভালো করে দাঁতে দিবেন দেখবেন যাদুর মত কাজ করতেছে ।

লবঙ্গঃ লবঙ্গের মধ্যে রয়েছে দারুণ কিছু ব্যথা নিবারণকারী উপাদান সমূহ । হঠাত করে দাঁত ব্যথা করলে আপনি লবঙ্গ ব্যবহার করবেন বেজ এর পর আপনি নিজেই দেখতে পারবেন । 

কাঁচা-রসুনঃ যে কোন ব্যথার জন্য কাঁচা রসুন ভালো কাজ করে থাকে । আপনি যদি আপনার দাঁতের ব্যথা কমাতে চান তাহলে এক কোষ কাঁচা রসুন নিয়ে দাঁতে ভালো করে লাগিয়ে দিন কয়েক মিনিটেই দেখবেন এটি ভালো কাজ করা শুরু করতেছে ।

পেয়ার পাতাঃ আপনি যদি দাঁতের ব্যথার কারণে খেতে পারছেন না কিংবা কথা বলতেই পারছেন না তাহলে আপনি তাৎক্ষনিক কয়েকটি পেয়ার পাতা ডলে দাঁতে লাগিয়ে দিন । পেয়ার পাতায় আছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ । এটি ব্যথা কমাতে অনেক ভালো কাজ করে থাকে । 

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শঃ

আমাদের এই ঘরোয়া প্রদ্ধতিতে যদি কোন কাজ না করে তাহলে আর দেরি না করে অভিজ্ঞ কোন দাঁতের ডাক্তারের সাথে পরামর্শ নিন । একটি অভিজ্ঞ ডাক্তারি আপনি সঠিক পরামর্শ দিতে পারবেন আপনার দাঁত দেখে ।

In today’s article, I will discuss in detail about toothache, home remedies for toothache. About 80% people of the world are affected by this toothache. Let me talk about some excellent home remedies for symptoms.

Every day many people have toothache due to various reasons. This pain is a common problem. When a toothache occurs, the world seems to turn upside down. All pain is bearable but toothache is unbearable. Toothache makes life unbearable at once.

Starting from sleeping, eating, drinking or even speaking is not possible due to toothache. Due to excessive cold in winter, different types of pain are caused in the body. Toothache occurs suddenly during winter due to some special reasons. If you have a toothache, you can’t get rid of the toothache even if you try hard.

No more tension from now on you will get permanent relief from toothache in this article. No more worry no more thought now you read this article very carefully now you will get its home remedy. If you use these home remedies, your toothache will magically disappear in the blink of an eye.

Home remedies for toothache

The colorful environment around is a happy life. All of a sudden, I became very angry with the toothache, I can’t think of anything to do. The toothache is painful and the one who has the pain knows how much the pain is. Because of this pain, everything changed in the blink of an eye.

Ah, it would have been only because of the toothache. Because of this, I can’t eat, I can’t sleep, I can’t talk. After this type of condition, go to the drug store and ask what else to give other than pain killers to reduce the pain. Eating this pain killer will reduce the slightest toothache.

Unfortunately, this pain killer lasts only a few hours. After a few hours, the previous situation appeared again. Oh, I don’t like so many machines anymore. Now we will know about home remedies for toothache. So without further ado let’s find out about the solution.

What to do if you have a toothache

First of all we need to find out what is actually causing our toothache. At various times you will see that a hole is formed in the center of our teeth due to which our teeth hurt. If there is a bacterial infection in the tooth or if there is a toothache due to lack of calcium. So we have to be careful with our teeth before we get toothache.

Those who face this problem do not understand which way to solve my problem. And you have to go to Delhi or abroad from now on, I have arranged below the home remedies for toothache or what to do if you have a toothache.

potatoes

We or you who eat potato ratkari. Someone else prepares or cooks potatoes and that potato can be a home remedy for your toothache. If you cut potato thinly and put it on the side of the tooth, the toothache will start working like magic.

Mustard Oil:

I don’t like anything more than toothache. You must have mustard oil in your house, mix it with a little salt and apply it on your teeth and you will see it working like magic.

Cloves: Cloves contain great pain-relieving properties. If you have a sudden toothache, you can use cloves, after which you can see for yourself.

Raw garlic: Raw garlic works well for any pain. If you want to reduce your toothache, take a clove of raw garlic and rub it on your teeth in a few minutes and you will see that it starts working well.

Guava leaves: If you are unable to eat or speak due to toothache, then you should immediately apply some guava leaves on your teeth. Pear leaves have anti-inflammatory properties. It works very well in reducing pain.

Expert doctor advice:

If none of our home remedies work, consult an experienced dentist without delay. An experienced dentist can give you the right advice by looking at your teeth.

আমাদের banglatipsbd সাইটে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি আমাদের আর্টিকেলটি আপনার ভালো লেগেছে । আপনার সুন্দর একটা মতামত দিন আমাদের সাইট সম্পর্কে । আপনাদের মন চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন আর হ্যাঁ পারলে আমাদের ইউটুব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন । আবারো ধন্যবাদ জানায় আপনাকে এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ।

দাঁত মানুষের একটি গুরুত্বপুন বিষয় যা এক মহুতেই মানুষকে পাগল বানিয়ে দিতে পারে এই দাঁত ব্যাথা । তাই আমাদের উতিচ দাঁতের যত্ন নেওয়া । অকালে যে কারো দাঁত না হারাই সেই দিকে লক্ষ রেখে আমাদের প্রতিনিয়ত দাঁত সেবা নিতে হবে । আমাদের পত্যকের উচিৎ নিমের ডাল বা লবণ দিয়ে দাঁত মাজা ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *