ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

৫০০+ ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন রোমান্টিক

হ্যালো বন্ধুরা আপনারা কি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন রোমান্টিক খুঁজছেন তাহলে এই পোস্টটি আপনার জন্যই । আজকে আমরা অনেক রির্চাজ করে সুন্দর সুন্দর ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন রোমান্টিক ও ছেলেদের ফেসবুক বায়ো হিসাবে ব্যবহার করতে পারে আর এই জন্যই আপনাদের সামনে হাজির হইলাম ।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন রোমান্টিক গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম । আশা করি আপনাদের এই সমস্ত স্ট্যাটাস গুলো অনেক বেশি ভালো লাগবে । আপনি চাইলে আমাদের স্ট্যাটাস গুলো আপনার ফেসবুক বায়ো এতে ব্যবহার করতে পারেন । আমরা আজকের এই আর্টিকেলে এমন কিছু পিক দিয়েছে যা ছেলেদের ফেসবুক প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করতে পারেন ।

আজকে আমরা সুন্দর ও বাস্তব জীবন মুখী ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন রোমান্টিক গুলো নিয়ে আসলাম । কি ভাবছেন ? আর দেরি না করে আজকের এই সুন্দর স্ট্যাটাস গুলো মিস করতে না চাইলে এখনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন । আজকের এই স্ট্যাটাস গুলো অনেক শিক্ষামূলক হতে যাচ্ছে যা শুধু ছেলেরা বুঝবে ।

ছেলেদের জীবনে অনেক ঘটনা হয়ে থাকে যেমন , ছেলেদের জীবনে বিভিন্ন ধরণের মানসিক চাপ এবং সামাজিক চাপ তাছাড়া ছেলেদের জীবনে কিছু স্পেশাল মুহুর্ত ঘটনা থাকে । এমনি কিছু বাস্তবসম্মত ফেসবুক স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম ।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

🥰🥀জীবনটা কোথা গিয়ে থামবে সেটা কেউ জানি না 
তবে সফল তো আমরা সবাই হতে চাই ।
কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয় ।
আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করে যাবো ।🥰🥀

🥰🥀 ভালোবাসা যদি সত্য হয় তাহলে
অনলাইনের ভালোবাসাটা ও একদিন পূর্ণতা পায় 🥰🥀

🥰🥀ছেলেরা ভালোবাসতে জানে ।
নারীরা যদি ছেলেদের মতো করে ভালোবাসতে শিখতে
পারতো তাহলে কোন সম্পর্ক আজ ভেঙ্গে যেত না ।🥰🥀

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

🥰🥀 আমাদের জীবনটা এমন 
একজন মানুষের সাথে কাটানো উচিত
যার চেহারা্টা থেকে মনটা হাজার হাজার 
গুনে অনেক বেশি সুন্দর 🥰🥀

🥰🥀যে রব গাছের ডালে ঘুমন্ত পাখিটাকে পড়ে যেতে দেয় না । আপনি কি করে ভাবলেন যে আপনি সেই রব একা ছেড়ে দিবে । সুতরাং একটু ধৈর্য ধরুন দেখবেন শেষটা অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ 🥰🥀

🥰🥀……. কে রাখে কার খোঁজ
সময় চলে যাওয়ার সাথে সাথে সবাই নিখোঁজ
ভাবি যারে সবার আপন
সে হয়ে যায় আমার সব থেকে পর🥰🥀…….

🥰🥀যিনি প্রকৃত প্রতিভাবান তার সাফল্যের ১ শতাংশ অনুপ্রেরণা আর বাকি ৯৯ শতাংশ তার নিজের পরিশ্রমের ফল । 🥰🥀

🥰🥀 প্রিয় তুমি তো আমার ক্লান্ত রাতের 
হঠাৎ ঘুম ভেঙ্গে জেগে ওঠা মুচকি হাসির কারণ
আমি বিষন্নতায় ডুবে থাকলেও শুধু
তোমাকেই ভালোবাসি 🥰🥀

🥰🥀আম্মুকে ফানি কিছু দেখাইলে আম্মু হাসার পরিবর্তে বলে ..
হ্যা তুই এই সবই দেখ ..
তোর আর পড়াশোনা করা লাগবে না ।🥰🥀

🥰🥀 ভালোবাসার মানুষটা সে যেমনই হোক না কেন
একবার যদি মন থেকে তাকে ভালোবেসে ফেলো 
তাকে তুমি কখনোই ভুলতে পারবে না 🥰🥀

🥰🥀একটা বেকার ছেলে বুঝতে পারে যে
জীবনটা কতটা কষ্টের 
না পারে শান্তিতে খেতে না পারেন নিশ্চিন্তে ঘুমাতে ।🥰🥀

🥰🥀 একদিন আমিও খুব ভালো হয়ে যাবো
মরে গেলে শত্রু ও বলে লোকটা অনেক ভালো ছিল 🥰🥀

🥰🥀বিশ্বাস তাকেই করবে
যে তোমাকে কষ্ট দিলে সে
নিজেকে অপরাধী মনে করবে 
ভালো তাকেই বাসবে 
যার ভিতরে সারাক্ষণ তোমাকে
হারানোর ভয় থাকবে ।🥰🥀

ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন রোমান্টিক
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন রোমান্টিক

🥰🥀সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে । সফলতা আর ব্যর্থতা হলো জীবনের এক অবিচ্ছেদ্য অংশ । যা সব ভুলে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে । 🥰🥀

🥰🥀 অনেক কষ্ট রয়েছে যার কোন সমাধান নেই
সময়ের সাথে সাথে আমাদের অভ্যাস হয়ে যায় 🥰🥀

🥰🥀আমার মনের শহরে বেইমানের প্রবেশ একেবারে নিষেধ ।🥰🥀

🥰🥀বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না 
🥰🥀আর 🥰🥀
সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না ।🥰🥀

🥰🥀 তোমাকে ধরে রাখার হয় তো আমার কোন ক্ষমতা নেই
কিন্তু তোমাকে সারাজীবন ভালোবেসে 
যাওয়ার মত আমার কাছে সেই শক্তি আছে ।🥰🥀

🥰🥀পৃথিবীতে প্রত্যেক সফল মানুষ জন পরিশ্রমের মাধ্যমেই তাদের সফলতা অর্জন করতে পেরেছে সফলতা পায়ে হেঁটে তাদের কাছে আসেনি । 🥰🥀

🥰🥀 আমি কখনো ভেড়ার নেতৃত্বে থাকা 
সিংহ বাহিনীকে ভয় পাই না
কিন্তু আমি সব সময় সিঙ্ঘের অধীনে থাকা
ভেড়ার পালকে ভয় পাই 🥰🥀

🥰🥀কী আছে , কী নেই
এগুলো ভাবলে হবে না
যা আছে আলহামদুলিল্লাহ
আর যা নেই ইনশাআল্লাহ একদিন হবে ।🥰🥀

🥰🥀পৃথিবীর প্রতিটি ছেলেদের চাওয়া থাকে যে 
তারা সবাইকে নিয়ে সুখে থাকবে কিন্তু 
সবাই সুখী হতে পারে না ।🥰🥀

🥰🥀খুব বেশি নয় আমি
অল্পতেই অনেক বেশি খুশি
প্রেম নয় আমি প্রকৃত
ভালোবাসার স্বপ্ন দেখি ।🥰🥀

🥰🥀আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নেভে না ।🥰🥀

🥰🥀…….সময় বদলায় না …….
…….বদলে যায় মানুষের মন…….
…….যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে…….
…….মানুষ হয় মনুষ্যত্বহীন …….🥰🥀

🥰🥀অনেক মেয়েদের চোখের পানিতে থাকে শুধু ছলনা ।
কিন্তু ছেলেদের চোখের পানিতে থাকে শুধু দুঃখ আর বেদনা ।🥰🥀

🥰🥀…….এত ঢং বাদ দিয়ে…….
…….Ego বাদ দিয়ে Ogo বলে ডাকো …….
…….আমি kigo বলে সাড়া দিবো …….🥰🥀

🥰🥀তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস তখন খুব কাছেই আছি আমি ইচ্ছে হলে ডাকিস আমারে ।🥰🥀

🥰🥀……. আমি হারিয়ে গেলে ভয় নেই কারণ …….
……. আমাকে খোঁজার মতো কেউ নেই …….
…….আমি কষ্ট পেলে ক্ষতি নেই কারণ …….
……. আমাকে বোঝার মতো কেউ নেই …….🥰🥀

🥰🥀একটা ছেলে কখনোই চায় সে নষ্ট হতে
এই সমাজ আর পরিস্থিতি তাকে নষ্ট হতে বাধ্য করে ।🥰🥀

🥰🥀…….এই শহরে ঘুমানো একেবারে নিষেধ…….
…….কিন্তু জেগে থাকা অপরাধ…….
…….অনুমতি আছে মৃত্যুর কিন্তু…….
…….আত্মহত্যা মহাপাপ…….🥰🥀

🥰🥀সব প্রিয় জিনিস নিজের করে পাওয়ার ভাগ্য সব ছেলেদের কপালে থাকে না 
তাই কিছু প্রিয় জিনিস ছেলেরা হাসি মুখে ছেড়ে দেয় ।🥰🥀

🥰🥀…….শিক্ষা যদি হয়…….
…….জাতি যদি হয় মেরুদন্ড…….
…….তাহলে কোরআন হচ্ছে …….
…….মুসলমানদের হৃদপিন্ড ……. 🥰🥀

🥰🥀মধ্যবিত্ত পরিবারের সন্তানদের যদি পকেটে টাকা না থাকে তবুও তাদের বুক ভরা স্বপ্ন থাকে ।🥰🥀

🥰🥀 জীবনে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য বেশি
বেশি মানুষের প্রয়োজন হয় না ।
কখনো কখনো একজন মানুষই আমাদের জীবনের
সম্পূর্ণ পৃথিবী হয়ে উঠে 🥰🥀

🥰🥀ছেলেরা ও কাঁদতে জানে
তবে ছেলেদের কান্নায় কোনো জয় থাকে না
থাকে শুধু নির্মম ইতিহাসের বোবা চিৎকার ।🥰🥀

ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন

🥰🥀মানুষকে নিজের স্বপ্নের কথা বলে পরিহাসের পাত্র হয়ও না কখনো বরং তাদেরকে সফলতার ফলাফলটা দেখিয়ে দিও ।🥰🥀

🥰🥀মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে 
অসংখ্য টাকা পয়সা না থাকলেও 
তাদের কাছে সুন্দর একটা মন থাকে ।🥰🥀

🥰🥀ছেলেদের কিছু না কথাটির মধ্যে
অনেক কিছু লুকিয়ে থাকে 
কখনো রাগ অভিমান বা কখনো কষ্ট
আবার কখনো আবেগ মেশানো ভালোবাসা …..🥰🥀

🥰🥀যে ছেলে ভালোবাসা প্রকাশ করতে ভয় পায়
তার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নেই ।🥰🥀

🥰🥀যদি কেউ তোমাকে সন্দেহ করে
তাহলে তুমি কষ্ট পেও না
মনে রাখবে মানুষ সোনা বা হীরাকেই
বেশি সন্দেহ করে যে সেটা আসল না কিনা 
লোহাকে নয় ….🥰🥀

🥰🥀ছেলে হওয়া এত সহজ নয়
তার জন্য কঠিন থেকে কঠিনতম 
জীবন পারি দিতে হয় ।
সুখে না থাকলেও মুখের উপরে 
সুখে আছি বলতে জানতে হয় ।🥰🥀

🥰🥀কষ্ট মানুষকে পরিবর্তন করে 
কষ্ট মানুষকে শক্তিশালী করে 
প্রতিটি কষ্টের অভিঙ্গতাই আমার জন্য নতুন শিক্ষা ।🥰🥀

🥰🥀ছেলেদের মনে হাজার 
দুঃখ কষ্ট থাকলেও মুখে
ভর্তি হাসি মুখে বলতে হয় হ্যাঁ
আমি ভালো আছি ।🥰🥀

🥰🥀সবাই তোমাকে কষ্ট দিবে
তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে
যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ।🥰🥀

🥰🥀সব ছেলেরা এক হয় না 
কিছু কিছু ছেলে আছে যারা 🥰🥀

🥰🥀মেয়েদের কে অনেক বেশি সম্মান করে
কারণ সব ছেলেদের মানসিকতা এক নয় ।🥰🥀

🥰🥀যাদের কাছে আমি জীবিত থেকেও মৃত
আমি চাইনা আমার সত্যিকারের
মৃত্যুর খবরটা তাদের কানে পৌঁছে যাক ।🥰🥀

🥰🥀বেইমান ছেলেরা হয় না জনাব
বেইমান হয় তো মেয়েরা ।
কারণ রাস্তায় পাগলীর থেকে পাগল বেশি দেখা যায় ।🥰🥀

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

🥰🥀একদিন তুমিও আমাকে ছাড়া ভালো থাকা শিখে যাবে । ঐ দিন হয় তো এই আমিটা কে ভুলে যাবে ।🥰🥀

🥰🥀সব ছেলেরা খারাপ হয় না জনাব
এমন অনেক ছেলে আছে যারা
মেয়েদের দিকে তাকাতেই লজ্জা পায় । যেমন – আমি ।🥰🥀

🥰🥀আমি যতটা তোমাকে চাই । তার থেকে বেশি চাই তোমার ঐ মুখের হাসি ।তাই নিজের ভালোসাকে বিসর্জন দিয়ে অনেক দূরে চলে যাবো । কিন্তু তাও তুমি আমাকে বলো আমি স্বার্থপর ।🥰🥀

🥰🥀ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না 
পরিস্থিতিই তাদের দায়িত্ববান বানিয়ে দেয় ।🥰🥀

🥰🥀যদি কখনো কোন কারণে মনের মধ্যে অহংকার চলে আসে তাহলে একটু কবরস্থানে যেয়ে ঘুরে আসো । সেখানে তোমার চেয়েও সুন্দর জ্ঞানী-গুনী ও ধনী মানুষ গুলো আজ মাটির নিচে শুয়ে আছে । তাও একই ভাবে একসাথে এই মাটির নিচে সবাইকে যেতে হবে ।🥰🥀

🥰🥀ছেলেরা যাই করুক না কেন ?
কখনো কোনো মেয়েকে মাঝ
পথে ছেড়ে যায় না জনাব ।🥰🥀

🥰🥀সব মানুষের রাত জেগে থাকার পিছে
যে কোন একটা কারণ লুকিয়ে থাকে
যা মানুষকে রাতে ঘুমাতে দেয় না ।🥰🥀

🥰🥀এমন একটা দিন আসবে
আমাকে অবহেলা করা মানুষগুলো
আমাকে দেখে আফসোস করবে ।🥰🥀

🥰🥀মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার সাথে আমার হ্রদয়টাকা এক জন আরেক জনের সাথে বদলাবদলি করি । যাতে করে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি । আর আমি যেন বুঝতে পারি তুমি আমাকে কতটা অবহেলা করো ।🥰🥀

🥰🥀মেয়েরা অল্প কষ্ট পেলে চোখের জলে বুক ভাসায় 
আর ছেলেরা অনেক ব্যথা বুকের ভিতরে কবর দিয়ে 
সবার সামনে হাসি মুখে ঘুরে বেরায় ।🥰🥀

🥰🥀ভালো নাই আমি তবুও ভালো থাকার চেষ্টা করি , সব সময় সুখি থাকি না তারপরেও সুখে থাকার জন্য অভিনয় করি জানি না কেন এই বিষন্নতা হাহাকার আমি তার পরেও বলি আমি বড় ভালো আছি তুমিও ভালো থেকো ।🥰🥀

সারাদিন অনেক ব্যস্ততা মাঝেও আমরা ফেসবুকে সময় দেই । ফেসবুকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের পোস্ট আমাদের সামনে পড়ে তা আমাদের অনেক বেশি ভালো লাগে আমাদের ও মন চায় এমন কিছু পোস্ট আমারাও করি । তাই আমরা এমন কিছু পোস্ট নিয়ে আসলাম ।

ছেলেদের জীবনে নানা বিষয়গুলি কে কেন্দ্র করে বেশ কিছু কষ্টের স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম । কিছু কিছু ছেলেদের জীবনে বয়সের সাথে সাথে অনেক চাপ তৈরি হয় । আপনাদের সুবিধার জন্য আমরা এমন কিছু পোস্ট নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ।

🥰🥀কিছু স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে । কিছু প্রশ্ন আজও প্রশ্নই থেকে গেছে যার উত্তর মিলে না । কিছু কথা হাজার কথার ভিড়ে হারিয়ে যায় শুধু মনে গেথে রই । কিছু স্মৃতি ভুলা যায় না চোখে ভাসে সবসময় । মরেও মরে না কিছু আশা থাকে আর এরি নাম হলো ভালোবাসা ।🥰🥀

🥰🥀সাধারণ হতে পারি জনাব 
তবে যতটা সস্তা ভাবছো 
ততটা কিন্তু সস্তা নই ।🥰🥀

🥰🥀ডাকাত যেমন গরীরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না 
তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না ।🥰🥀

🥰🥀পকেটে দশ টাকা আর 
চোখের হাজার হাজার স্বপ্ন নিয়ে
পথ চলা ছেলেটির নামই মধ্যবিত্ত ।🥰🥀

🥰🥀অল্প বয়স থেকেই যারা 
পরিবারের জন্য নিজেকে সেক্রিফাইস 
করে থাকে তাদের শেষটা সুন্দর হোক ।🥰🥀

🥰🥀আমাকে যে যা বলে চুপচাপ শুনি 
কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে দিয়েছি ।🥰🥀

🥰🥀না পাওয়াই অনেক ভালো ছিল 
পাইয়া হারানোর কষ্টটা অনেক বেশি ।🥰🥀

🥰🥀হাজারো ভালোবাসা হারিয়ে যায় বেকারত্বের কারণে শত শত ছেলে এভাবেই কাঁদে মধ্যরাতে তাদের ভালোবাসার কথা মনে করে ।🥰🥀

🥰🥀আমি তোমাকে কল্পনাতে সাজাতে পেরেছি
কিন্তু বাস্তবে তোমাকে নিজের করে নিতে পারি নি ।🥰🥀

🥰🥀যদি সয়াব্র মত অভিনয় করতে পারতাম
তাহলে হয় তো কোন একদিন 
মুখের হাসিটা হারাতে হতো না ।🥰🥀

🥰🥀মানুষের আগে নিজেকে জানা উচিত 
তার পরে পুড়ো পৃথিবী ও সৃষ্টিকর্তাকে
জানা আবশ্যক একটা বিষয় ।🥰🥀

🥰🥀নীরবতার মধ্যে অনেক কথা লুকিয়ে রেখেছি 
যেটা যে কেউ কখনো বোঝেনি 
আর কখনো হয় তো পারবেও না ।🥰🥀

🥰🥀যদি জীবনে বড় হতে চাও তাহলে কখনও
নিজের বাবা মাকে অশ্রদ্ধা করো না ।
তাঁদের চেয়ে বেশি আর কেউ
তোমার ভালো চাইবে না কখনো ।🥰🥀

🥰🥀কিছু মানুষের জীবন এতটা অসহায় যে
কষ্ট হলেও মুখ ফুটে বলার উপায় থাকে না ।🥰🥀

🥰🥀স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণা তুমি কিভাবে বুঝবে প্রিয় ?
তোমার সব স্বপ্নই তো পূর্ণতা পেয়েছে ।🥰🥀

🥰🥀খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি 
কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের বর্তমান কে
হারিয়ে ফেলছি দিন দিন ।🥰🥀

🥰🥀আমি শুধু এমন একজন মানুষকে চেয়েছিলাম
যার চোখের দিকে তাকালে আমি তার 
মনের ভিতরের পুরোটা দেখতে পারি ।🥰🥀

🥰🥀হারাতে হারাতে সব হারিয়ে ফেলছি ।
এখন শুধু আমি হারিয়ে গেলে গল্প সমাপ্তি ।🥰🥀

🥰🥀শেষ রাতের ঘুম যেমন মানুষের কাছে বেশি প্রিয় ।
শেষ রাতের ইবাদত ও আল্লাহর কাছে বেশি প্রিয় ।🥰🥀

🥰🥀আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম
এখন মৃত্যু প্রয়োজনে বড় হয়েছি ।🥰🥀

🥰🥀জোর করে কাউকে আটকে রাখা যায় না
যে থাকার জন্য আসে 
সে কখনো যাওয়ার কথা বলে না ।🥰🥀

🥰🥀আমার জীবনে আছে শুধু
লুকিয়ে থাকা যন্ত্রণা যা এই
মন ছাড়া আর কেউ জানে না ।🥰🥀

🥰🥀লোক দেখে পছন্দ করাটা ভালোলাগা
আর চরিত্র দেখে প্রেমে পড়াটা ভালোবাসা ।🥰🥀

🥰🥀না পারলাম কারো ভালো বন্ধু হতে 
না পারলাম কারো মনের মানুষ হতে 
না পারলাম কাউকে আপন করতে 
শুধু পারলাম কষ্ট পেয়ে হাসি মুখে থাকতে ।🥰🥀

🥰🥀যার কাছে একটু ভালো থাকার আশা করি 
সেই বুঝিয়ে দেয় সবার কাছে সব কিছু আশা করাটা ঠিক না ।🥰🥀

🥰🥀এই পৃথিবীতে সব কিছু সম্ভব 
শুধু মাত্র নিজেকে অন্যের কাছে 
ঠিকঠাক বোঝানো টা অসম্ভব ।🥰🥀

🥰🥀জীবনে যাই হোক 
কখনো হাসতে ভুলে যেও না
কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে ।🥰🥀

🥰🥀আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি 
তারা প্রয়োজন আমায় মনে রাখে না ।🥰🥀

🥰🥀প্রতিটা মানুষেরই কিছু গোপন দুঃখ আছে ।
যা চিরকাল গোপনই থেকে যায় ।🥰🥀

🥰🥀জীবনটা কোথায় গিয়ে থামবে
সেটা মাই জানি না
তবে সফল তো আমার হতেই হবে ।🥰🥀

🥰🥀মানুষ বড় অদ্ভুত
হাসলে বলে এত হাসো কেন?
আর কাঁদলে বলে ..
Please stop your drama🥰🥀

🥰🥀আম্প্রা ভাবি মেয়েদের জীবন ভীষণ কঠিন
অনেক কিছু সয়ে যেতে হয় 
কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায় 
ছেলেদের জীবন কিন্তু খুব একটা সহজ নয় জনাব ।🥰🥀

🥰🥀প্রিয় কবিতাটাহ 🥰🥀
তোমাকে বলা হয়নি
তুমি আমার মধুরতম আক্ষেপের নাম
তোমাকে এতখানি পেয়েও না পাওয়া প্রতিটি প্রহর জানে
তুমি আমার দীর্ঘতম নিঃশ্বাসের নাম .. প্রিয় 🥰🥀

🥰🥀নিজেকে করেছি বারণ , আজ থেকে হবো না কারোর বিরক্তির কারণ । 🥰🥀

🥰🥀পুরুষ মানুষ হারানোর বেদনার চেয়ে শুন্য পকেটে বেশি কাঁদে ।🥰🥀

🥰🥀সময় সেই আগের মতোই আছে
কিন্তু আগের মত আর আনন্দোটা নেই🥰🥀

🥰🥀তুমি ছেলে মনে রেখো 
কেউ তোমার ব্যক্তিত্ব দেখবে না 
ইমোশন ও দেখবে না 
কেউ তোমার দুঃখ ও বুঝবে না
শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে কত কামাও🥰🥀

🥰🥀কষ্ট আমারও হয় 
রাতে বালিশের নিচে আমি কাঁদি
শুধু কাউকে বুঝতে দেই না ।🥰🥀

🥰🥀স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত
যে শুধু স্বপ্ন দেখায় না
স্বপ্নগুলো বাস্তব ও করবে ।🥰🥀

🥰🥀আমি ও দেখতে চেয়ে ছিলাম
আমার ভাগ্যের পাতায় কি লেখা আছে
কিন্তু পৃষ্ঠা উল্টে দেখলাম
আল্লাহ তাতে বড় নিষ্ঠুরতার সাথে কষ্ট লিখে রাখছেন ।🥰🥀

🥰🥀পানিতে থাকে মাছ
মাটিতে থাকে ঘাস
লজ্জায় আমি বলতে পারি না
যে আমার পোস্টটা পড়তেছে সে আমার ক্রাশ ..🥰🥀

🥰🥀একটু বেশিই স্বপ্ন দেখেছিলাম হয়তো 
তাই তো আজ এতটা কষ্ট পেতে হচ্ছে ।🥰🥀

🥰🥀মুল্যায়ন তাকেই করো 
যে তোমাকে সর্বদা সম্মান করে ।🥰🥀

🥰🥀ছেলেদের ফেসবুক স্ট্যাটাস গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন । আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার কথা কিন্তু ভুলবে না ।🥰🥀

আমাদের banglatipsbd সাইটে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি আমাদের আর্টিকেলটি আপনার ভালো লেগেছে । আপনার সুন্দর একটা মতামত দিন আমাদের সাইট সম্পর্কে । আপনাদের মন চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন আর হ্যাঁ পারলে আমাদের ইউটুব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন । আবারো ধন্যবাদ জানাই আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *